বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

শিশু পাটুর সঙ্গী এবার বনি ও দর্শনা।

জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী দর্শনা বণিক প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে যাচ্ছেন। পরিচালক প্রতীক সরকার পরিচালিত ‘কেয়ার অফ জার্নি’ নামের একটি হৃদয়স্পর্শী সিনেমায় দেখা যাবে তাঁদের এই নতুন রসায়ন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: টালিউডে এবার এক নতুন জুটি পেতে চলেছে দর্শক। জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী দর্শনা বণিক প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে যাচ্ছেন। পরিচালক প্রতীক সরকার পরিচালিত ‘কেয়ার অফ জার্নি’ নামের একটি হৃদয়স্পর্শী সিনেমায় দেখা যাবে তাঁদের এই নতুন রসায়ন। সম্প্রতি ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে এবং শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।

যে গল্প দর্শকের মন ছুঁয়ে যাবে: সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ছয়-সাত বছরের এক শিশু ‘পাটু’-কে কেন্দ্র করে। মা-বাবা হারা পাটু পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে তার ঠাকুমার সঙ্গে থাকে। তার মা মারা গেছেন এবং বাবাও একদিন তাকে ছেড়ে চলে যায়। কিন্তু বাবাকে একবার দেখার অদম্য ইচ্ছা তার শিশুমন থেকে মুছে যায় না।

সেই ইচ্ছার টানেই একদিন সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং একা একাই চলে আসে এক অজানা-অচেনা শহরে। শহরে এসে দিশেহারা হয়ে পড়ে পাটু।

অসমবয়সী বন্ধুত্বের সূচনা: শহরে ঘুরতে থাকা পাটুর সঙ্গে পরিচয় হয় বামা (বনি সেনগুপ্ত) নামের এক তরুণের। এরপর তাঁদের সঙ্গে যুক্ত হয় রুমেলা (দর্শনা বণিক)। পাটুর কষ্ট এবং তার বাবার জন্য তার আকুতি দেখে বামা ও রুমেলা সিদ্ধান্ত নেয়, তারা একসঙ্গে পাটুর বাবাকে খুঁজে বের করবে। এখান থেকেই শুরু হয় তিন অসমবয়সী মানুষের এক মিষ্টি বন্ধুত্বের গল্প এবং এক অনিশ্চিত যাত্রা।

‘কেয়ার অফ জার্নি’ সিনেমায় বনি সেনগুপ্ত ও দর্শনা বণিক ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৃষাণজিৎ চৌধুরী। একটি শিশুর নিষ্পাপ আকাঙ্ক্ষা এবং মানবিক সম্পর্কের গভীরতাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি দর্শকদের জন্য এক আবেগঘন অভিজ্ঞতা হবে বলে আশা করছেন নির্মাতারা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0