এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর এজেন্সি হাইব করপোরেশনের সিউল সদর দপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ। হাইবের প্রতিষ্ঠাতা এবং বিটিএস-এর কারিগর হিসেবে পরিচিত ব্যাং শি-হিউকের বিরুদ্ধে প্রতারণামূলক শেয়ার লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে এই তল্লাশি ও জব্দ অভিযান চালানো হয়। এই ঘটনা কোরিয়ার বিনোদন জগতে এবং বিশ্বজুড়ে বিটিএস ভক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সিউল মেট্রোপলিটন পুলিশের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট বৃহস্পতিবার (২৪ জুলাই) এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাং শি-হিউকের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালে যখন হাইব করপোরেশন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়, তখন তিনি প্রাথমিক বিনিয়োগকারীদের ভুল তথ্য দিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, এই প্রক্রিয়ায় তিনি প্রায় ২০০ বিলিয়ন ওন (১৪৬ মিলিয়ন মার্কিন ডলার) অবৈধভাবে মুনাফা করেন।
তবে হাইব কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। চলতি মাসের শুরুতে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, “তালিকাভুক্তির সময় প্রযোজ্য সব আইন ও বিধিনিষেধ মেনেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করব এবং প্রকৃত ঘটনা সামনে আনতে সহায়তা করব।”
এমন এক সময়ে এই তদন্ত শুরু হলো, যখন বিটিএস-এর সাত সদস্যই তাঁদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শেষে ২০২৬ সালে একটি নতুন অ্যালবাম এবং বিশ্ব সফরের প্রস্তুতি নিচ্ছেন। কোরিয়া কালচার অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের তথ্যমতে, বিটিএস বছরে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে প্রায় ৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ প্রভাব ফেলে, যা দেশটির মোট জিডিপির প্রায় ০.২ শতাংশ। তাই তাদের এজেন্সির বিরুদ্ধে ওঠা এমন গুরুতর দুর্নীতি এবং পুলিশি তদন্ত দলের ভবিষ্যৎ কর্মকাণ্ডকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0