বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বিজেপি নেতা ও অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান

‘চপার’ ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান। ‘নাগমতি’, ‘মিলন তিথি’, ‘হীরক জয়ন্তী’-র মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ওপার বাংলার সিনে জগতে আরও এক নক্ষত্র পতন। জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায় আর নেই। গতকাল, সোমবার (২৫ আগস্ট) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৬২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর প্রয়াণে টলিউড এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৯৬৩ সালের ২৩ মে জন্মগ্রহণ করা জয় বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ে হাতেখড়ি হয় ‘অপরূপা’ বাংলা সিনেমার মাধ্যমে। এরপর ‘চপার’ ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান। ‘নাগমতি’, ‘মিলন তিথি’, ‘হীরক জয়ন্তী’-র মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন।

অভিনয়ের পাশাপাশি, জয় বন্দ্যোপাধ্যায় রাজনীতিতেও অত্যন্ত সক্রিয় ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য কমিটির সদস্য ছিলেন। ২০১৪ সালে বীরভূম এবং ২০১৯ সালে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও, সাফল্য পাননি।

ব্যক্তিগত জীবনে তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনন্যা বন্দোপাধ্যায়কে বিয়ে করেছিলেন, তবে সেই সংসার টেকেনি। জানা যায়, জীবনের শেষ দিনগুলো তিনি একাকীত্বেই কাটিয়েছেন।

তাঁর মৃত্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করেছেন। একজন জনপ্রিয় অভিনেতা এবং পরিচিত রাজনৈতিক মুখের এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অগণিত অনুরাগী ও সহকর্মীরা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0