Logo

পরকীয়া সন্দেহে দক্ষিণী অভিনেত্রীকে খুনের চেষ্টা।

মঞ্জুলা ও অমরেশের ২০ বছরের দাম্পত্য জীবন সুখের ছিল না। তাঁদের সম্পর্ক তিক্ততায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল। এই কারণে তিন মাস আগে মঞ্জুলা স্বামীর থেকে আলাদা হয়ে নিজের ভাইয়ের সঙ্গে থাকছিলেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: যে বিশ্বাস নিয়ে স্বামীর ঘরে ফিরেছিলেন, তার এমন মর্মান্তিক প্রতিদান পাবেন, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা শ্রুতি। তিন মাস আলাদা থাকার পর মিটমাট করে বাড়ি ফেরার ঠিক পরের দিনই স্বামীর নৃশংস হামলার শিকার হলেন তিনি। পরকীয়া সন্দেহে তাঁর স্বামী অমরেশ তাঁকে ছুরিকাঘাতে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।

হামলার ভয়াবহ বর্ণনা: গত ৪ জুলাই হনুমন্তনগর এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে, যা এক সপ্তাহ পর প্রকাশ্যে এসেছে। অভিযোগ রয়েছে, সন্তানরা কলেজে চলে যাওয়ার পর অমরেশ প্রথমে গোলমরিচের গুঁড়ো স্ত্রীর চোখ লক্ষ্য করে ছুঁড়ে দেন। এরপর পাঁজর, থাই, ঘাড়সহ শরীরের একাধিক অঙ্গে ছুরি দিয়ে আঘাত করেন। এমনকি তাঁর মাথা দেয়ালে ঠুকে দেন বলেও অভিযোগ। বর্তমানে ভিক্টোরিয়া হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ‘অমৃতধারা’ খ্যাত এই অভিনেত্রী।

তিক্ত সম্পর্ক ও পুরনো বিবাদ: পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মঞ্জুলা ও অমরেশের ২০ বছরের দাম্পত্য জীবন সুখের ছিল না। তাঁদের সম্পর্ক তিক্ততায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল। এই কারণে তিন মাস আগে মঞ্জুলা স্বামীর থেকে আলাদা হয়ে নিজের ভাইয়ের সঙ্গে থাকছিলেন। শুধু তাই নয়, এর আগেও টাকা আত্মসাতের অভিযোগ এনে তিনি হনুমন্তনগর থানায় স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন।

তবে সম্প্রতি তাঁরা সব তিক্ততা মিটমাট করে বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে আবার একসঙ্গে থাকতে শুরু করেন। আর তার ঠিক ২৪ ঘণ্টা পার না হতেই শুক্রবার এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনাটি গার্হস্থ্য হিংসার এক ভয়াবহ রূপকেই সামনে নিয়ে এসেছে। অমরেশের বিরুদ্ধে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0