মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

‘বিগ বস’-এর নতুন মৌসুমে বড় চমক অ্যাশনূর

মাত্র ২১ বছর বয়সেই অ্যাশনূর শুধু একজন সফল অভিনেত্রীই নন, একজন সফল উদ্যোক্তাও বটে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৯০ লাখেরও বেশি। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি ইতোমধ্যেই নিজের একটি মেকআপ ব্র্যান্ড চালু করেছেন, যা থেকে তিনি প্রচুর আয়ও করছেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম শুরু হয়েছে, আর এবারের আসরের সবচেয়ে বড় চমকগুলোর একটি হলেন অভিনেত্রী অ্যাশনূর কৌর। মাত্র ২১ বছর বয়সে তিনি এই মৌসুমের সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করেছেন। টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে তরুণদের মধ্যে তিনি ইতোমধ্যেই এক পরিচিত এবং জনপ্রিয় মুখ।

অ্যাশনূর কৌর দর্শকদের কাছে নতুন নন। মাত্র পাঁচ বছর বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন। এরপর ‘ঝাঁসি কি রানি’, ‘সাথ নিভানা সাথিয়া’ এবং ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। ছোট পর্দার বাইরেও, বলিউডের ‘সঞ্জু’ এবং ‘মনমর্জিয়া’র মতো সিনেমায় তাঁর অভিনয় নজর কেড়েছিল।

মাত্র ২১ বছর বয়সেই অ্যাশনূর শুধু একজন সফল অভিনেত্রীই নন, একজন সফল উদ্যোক্তাও বটে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৯০ লাখেরও বেশি। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি ইতোমধ্যেই নিজের একটি মেকআপ ব্র্যান্ড চালু করেছেন, যা থেকে তিনি প্রচুর আয়ও করছেন।

‘বিগ বস’-এর মতো একটি বিতর্কিত শো-তে অ্যাশনূর কতটা সাফল্য পান, তা সময়ই বলে দেবে। তবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং বিশাল ভক্ত সমর্থনের জোরে, তিনি যে এবারের মৌসুমের অন্যতম শক্তিশালী প্রতিযোগী হতে চলেছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0