বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

৫৮ বছর বয়সে আবারও বাবা হচ্ছেন আরবাজ খান!

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর, আরবাজ দীর্ঘদিন ইতালীয় মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডের খান পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। বলিউড অভিনেতা ও নির্মাতা আরবাজ খান ৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন। তাঁর স্ত্রী মেকআপ আর্টিস্ট সুরা খান বর্তমানে অন্তঃসত্ত্বা। এতদিন বিষয়টি নিয়ে গুঞ্জন চললেও, সম্প্রতি আরবাজের জন্মদিনের আগের রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এসে সেই খবরেই যেন সিলমোহর দিলেন তিনি।

বিয়ের পর থেকেই আরবাজ ও সুরা খান তাঁদের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি আরবাজের জন্মদিনের আগের রাতে, তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যায়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে সুরা প্রথমে কিছুটা লজ্জা পেলেও পরে স্বামীর হাত ধরে হাসিমুখে পোজ দেন। এ সময় তাঁর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই তাঁদের সংসারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে।

উল্লেখ্য, এর আগে মালাইকা অরোরার সঙ্গে আরবাজ খানের দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তাঁদের আরহান নামে এক পুত্রসন্তান রয়েছে। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর, আরবাজ দীর্ঘদিন ইতালীয় মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি।

হঠাৎ করেই গত বছর, ২০২৩ সালের ডিসেম্বরে, মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করে সবাইকে চমকে দেন আরবাজ। এবার তাঁদের প্রথম সন্তানের আগমনের খবরে খান পরিবারে এবং তাঁদের ভক্তদের মধ্যে খুশির হাওয়া বইছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0