এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: পাকিস্তানের বিনোদন জগতের জনপ্রিয় তারকা দম্পতি আইমান খান এবং মুনিব বাটের ঘরে এলো আরও এক নতুন অতিথি। তাঁরা তৃতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। ছোট্ট এই সদস্যের নাম রাখা হয়েছে নাইমাল মুনিব। বাবা মুনিব বাট নিজেই তাঁর ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই খুশির খবরটি ভক্ত ও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
মুনিব বাট তাঁর পোস্টে বড় দুই মেয়ে, আমাল ও মিরালের পক্ষ থেকে ছোট বোনকে স্বাগত জানিয়ে লিখেছেন, “যখন তুমি আসলে, বিশ্বে জাদু নেমে আসল। তোর ছোট্ট হাত, মিষ্টি হাসি এবং আরও যা কিছু, সব আমাদের জন্য চিরস্থায়ী এক সম্পদ।”
তিনি আরও যোগ করেন, “তোমার বড় বোনেদের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি, তোমার আগামী দিনগুলো ভালোবাসা, হাসি এবং আন্তরিকতায় ভরিয়ে দেব। তুমি আমাদের পরিবার সম্পূর্ণ করেছো এবং হৃদয় ভরে দিয়েছে। স্বাগতম ছোট বোন।”
আইমানের বোন, অভিনেত্রী মিনাল খানও তাঁর ইনস্টাগ্রামে ভাগ্নির আগমনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “হৃদয় পূর্ণ হলো। আমাদের ভালোবাসা ও দোয়ায় স্বাগতম নাইমাল মুনিব।”
উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় এই তারকা জুটি একটি টেলিফিল্মের শুটিং সেটে প্রথম পরিচিত হন এবং ২০১৮ সালের ২১ নভেম্বর করাচিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের প্রথম কন্যাসন্তান আমাল ২০১৯ সালে এবং দ্বিতীয় কন্যাসন্তান মিরাল ২০২৩ সালে জন্মগ্রহণ করে। এবার নাইমালের আগমনে তাঁদের পরিবার পূর্ণতা পেল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0