বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মায়ের পর এবার বাবার সঙ্গে বিজ্ঞাপনে আইরা

“মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। তবে আইরার অনেক কষ্ট হয়েছে। ওর আগে সারাদিন শুটিং করার অভিজ্ঞতা ছিল না।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বাবা-মা দুজনই দেশের জনপ্রিয় তারকা। এবার তাঁদের পথ ধরেই যেন শোবিজ অঙ্গনে নিয়মিত হতে চলেছে তাঁদের একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মায়ের সঙ্গে বিজ্ঞাপনে অভিনয়ের পর, এবার সে কাজ করল বাবা, জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে। একটি আন্তর্জাতিক টুথপেস্ট ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে বাবা-মেয়ের এই রসায়ন ইতোমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে।

নতুন এই বিজ্ঞাপনচিত্রে তাহসানের সঙ্গে আইরার অভিনয় ছিল বেশ সাবলীল। বাবা-মেয়ের এই জুটিকে দেখে দর্শকরা মন্তব্য করছেন, আইরা একদিন অভিনয় দিয়ে তাঁর বাবা-মায়ের নাম আরও উজ্জ্বল করবে।

এর আগে আইরা তার মা, অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার সঙ্গে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে আসে। সেই অভিজ্ঞতা নিয়ে মিথিলা জানিয়েছিলেন, “মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। তবে আইরার অনেক কষ্ট হয়েছে। ওর আগে সারাদিন শুটিং করার অভিজ্ঞতা ছিল না।”

শুধু দর্শকই নয়, আইরার অভিনয়ে মুগ্ধ হয়েছেন তার সৎ-বাবা, কলকাতার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জিও। তিনি সেখানকার গণমাধ্যমে জানিয়েছেন, ভবিষ্যতে কোনো সিনেমার গল্পে উপযুক্ত চরিত্র পেলে, তিনি অবশ্যই আইরাকে কাস্ট করবেন।

সব মিলিয়ে, বাবা-মায়ের মতো আইরাও যে অভিনয়ের দুনিয়ায় নিজের জায়গা করে নিতে প্রস্তুত, তার আভাস এখন স্পষ্ট। 

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0