এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দীর্ঘ পাঁচ মাসের প্রতিযোগিতা আর উত্তেজনা শেষে দেশের রক মিউজিক পেলো এক নতুন সেনসেশন। একঝাঁক তরুণ প্রতিভাকে পেছনে ফেলে ‘দ্য কেইজ’ ব্যান্ড প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়নের খেতাব জিতে নিয়েছে ‘রকসল্ট’। শুক্রবার (৪ জুলাই) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে এক জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।
সারাদেশের শতাধিক তরুণ মিউজিশিয়ানের স্বপ্নকে এক সুতোয় গেঁথে শুরু হয়েছিল ‘দ্য কেইজ’ নামক এই ব্যান্ড অন্বেষণের আয়োজন। সেখান থেকে ৮০ জনকে বাছাই করে গঠন করা হয় ১৭টি ব্যান্ড।
এরপর দীর্ঘ গ্রুমিং এবং একের পর এক প্রতিযোগিতামূলক পর্ব পেরিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নেয় সেরা ৬টি ব্যান্ড। শুক্রবার রাতে সেই চূড়ান্ত লড়াইয়ে বিজয়ীর মুকুট পরে নেয় ‘রকসল্ট’। একটি নতুন ব্যান্ড খুঁজে বের করার এই দীর্ঘ এবং পরিকল্পিত আয়োজন দেশের সংগীত জগতে একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছে। এই যাত্রার মধ্যে দিয়েই ‘রকসল্ট’ নিজেদের শুধু প্রতিযোগী হিসেবেই নয়, বরং একটি পরিপূর্ণ ব্যান্ড হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।
চূড়ান্ত পর্বে ‘রকসল্ট’-এর সঙ্গে শিরোপার জন্য লড়েছিল আরও পাঁচটি ব্যান্ড— নাইন, এডেন’স গার্ডেন, কারনেশন, ডোপামিন এবং ডাস্ক এন ডন। প্রতিটি ব্যান্ডই ৩০ মিনিট করে পারফর্ম করে নিজেদের সেরাটা তুলে ধরে।
অ্যাভয়েড রাফার রাফা, ওয়ারফেজের পলাশ নূর, আরবোভাইরাসের রঞ্জন এবং সংগীতশিল্পী তাসফির মতো প্রখ্যাত বিচারকদের রায়ে শেষ হাসি হাসে ‘রকসল্ট’। নতুন এই ব্যান্ডের আগমনে দেশের রক সংগীতের অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন আয়োজকরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0