রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

মোশারফ করিমের পর ব্রাত্য বসুর নতুন ছবিতে চঞ্চল চৌধুরী

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ‘চিরন্তন’ এবং ‘আমি’— এই দুটি ছোট গল্পকে ২০২৫ সালের প্রেক্ষাপটে নিয়ে এসেছেন। সিনেমার গল্প দুটি গ্রামের একজন বৃদ্ধ এবং বৃদ্ধা কে ঘিরে এগিয়ে যাবে। এই গল্পে, বৃদ্ধের ছেলের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী এবং তাঁর পুত্রবধূর চরিত্রে থাকবেন পৌলমী বসু।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘হুব্বা’র সাফল্যের পর আবারও পরিচালকের আসনে বসছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসু। তাঁর নতুন সিনেমার নাম ‘শেকড়’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হতে চলা এই সিনেমায় এবার অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে সবচেয়ে বড় চমক হলো, এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করবেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষ।

ব্রাত্য বসু জানিয়েছেন, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ‘চিরন্তন’ এবং ‘আমি’— এই দুটি ছোট গল্পকে ২০২৫ সালের প্রেক্ষাপটে নিয়ে এসেছেন। সিনেমার গল্প দুটি গ্রামের একজন বৃদ্ধ (লোকনাথ দে) এবং একজন বৃদ্ধা (সীমা বিশ্বাস)-কে ঘিরে এগিয়ে যাবে। এই গল্পে, বৃদ্ধের ছেলের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী এবং তাঁর পুত্রবধূর চরিত্রে থাকবেন পৌলমী বসু।

পরিচালক বলেন, “বিভূতিভূষণের লেখায় অসম্ভব মানবিক আবেদন থাকে। আমার মনে হয়েছে, এই যে সামাজিক চিৎকার চলছে, সেটা মানুষের আত্মাকে কোথাও ক্ষইয়ে দিচ্ছে। শিল্পের মাধ্যমে যদি এই আত্মার পুনর্জীবন করতে হয়, তা হলে চিরন্তন মানবিকতার কাছেই আমাদের ফিরে যেতে হবে।”

‘শেকড়’ সিনেমায় চঞ্চল চৌধুরী এবং কুণাল ঘোষ ছাড়াও অভিনয় করছেন সীমা বিশ্বাস, লোকনাথ দে, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায় এবং আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণ গোস্বামীর মতো শক্তিশালী শিল্পীরা।

ফিরদৌসুল হাসানের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির সংগীত পরিচালনা করবেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। আগামী সেপ্টেম্বর মাসে বেনারসে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর বোলপুর ও কলকাতায় এর টানা শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে, ২০২৬ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0