মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

‘মশারি’র পর এবার ‘২ষ’, ফ্যান্টাসিয়া উৎসবে নুহাশের হ্যাটট্রিক

“‘ষ’, ‘মশারি’ ও ‘ফরেনার্স অনলি’র পর তিনিই আবার অবশ্য দ্রষ্টব্য আরেক অ্যানথোলজি নিয়ে এসেছেন।” তারা আরও যোগ করে, “সৃজনশীল কাজে উদ্ভাবনদক্ষ তরুণ নির্মাতা নুহাশ হরর ঘরানার সিনেমাকে বাংলাদেশে নতুন এক দিগন্তে নিয়ে গেছেন।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বাংলাদেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন আবারও আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য গৌরব বয়ে আনলেন। কানাডার মর্যাদাপূর্ণ ফ্যান্টাসিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছেন তিনি। গতকাল (৩০ জুলাই) এই উৎসবে তাঁর নির্মিত ভৌতিক ঘরানার অ্যানথোলজি সিরিজ ‘২ষ’ (ষ-এর দ্বিতীয় সিজন) প্রদর্শিত হয়েছে এবং দর্শক-সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে।

ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নুহাশের কাজের প্রশংসা করে বলেছে, “‘ষ’, ‘মশারি’ ও ‘ফরেনার্স অনলি’র পর তিনিই আবার অবশ্য দ্রষ্টব্য আরেক অ্যানথোলজি নিয়ে এসেছেন।” তারা আরও যোগ করে, “সৃজনশীল কাজে উদ্ভাবনদক্ষ তরুণ নির্মাতা নুহাশ হরর ঘরানার সিনেমাকে বাংলাদেশে নতুন এক দিগন্তে নিয়ে গেছেন।”

জানা গেছে, নুহাশের আগের কাজগুলো দেখার পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসব কর্তৃপক্ষ নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখে এবং তাঁর নতুন কাজের জন্য আগ্রহ প্রকাশ করে।

চরকি প্ল্যাটফর্মের জন্য নির্মিত এই অ্যানথোলজি সিরিজটিতে চারটি ভিন্ন ভিন্ন ভয়ংকর কিন্তু কৌতুকপূর্ণ ভূতের গল্প তুলে ধরা হয়েছে। এর বিভিন্ন পর্বে অভিনয় করেছেন দেশের প্রথম সারির সব তারকারা।

‘ওয়াক্ত’ পর্বে আছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু প্রমুখ।

‘ভাগ্য ভালো’ পর্বে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান।

‘অন্তরা’ পর্বে আছেন আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, শিল্পী সরকার অপু।

**‘বেসুরা’**য় আছেন সুমাইয়া শিমু, এরফান মৃধা শিবলু।

বর্তমানে কানাডায় অবস্থানরত নুহাশ হুমায়ূন জানিয়েছেন, আগামীকাল শুক্রবার (১ আগস্ট) ‘২ষ’-এর দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এর আগেও এই উৎসব থেকে নুহাশের ‘মশারি’ এবং ‘ফরেনার্স অনলি’ পুরস্কার জয় করেছিল।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0