এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বাংলাদেশের ‘প্রিয়তমা’ থেকে শুরু করে কলকাতার ‘খাদান’— একের পর এক হিট সিনেমা দিয়ে দুই বাংলাতেই যিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন, সেই অভিনেত্রী ইধিকা পালকে এবার নতুন এক স্বীকৃতি দিলেন টলিউড সুপারস্টার দেব। সোহম চক্রবর্তী এবং ইধিকা অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপ’-এর ট্রেইলার শেয়ার করে দেব ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বলে অভিহিত করেছেন।
বুধবার (২০ আগস্ট) রাতে দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় ‘বহুরূপ’ সিনেমার ট্রেইলারটি শেয়ার করেন। তিনি তাঁর সহ-অভিনেতা সোহম চক্রবর্তীকে ‘ভাই’ সম্বোধন করে শুভেচ্ছা জানান এবং ছবির নায়িকা ইধিকা পালের নাম ট্যাগ করে পাশে লিখে দেন— ‘বাংলার ক্রাশ’। টলিউডের শীর্ষ একজন নায়কের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আপ্লুত ইধিকাও পাল্টা ধন্যবাদ জানিয়েছেন।
টেলিভিশন থেকে বড় পর্দায় এসেই ইধিকা পালের ভাগ্য যেন তুঙ্গে। বাংলাদেশের ‘প্রিয়তমা’, দেবের সঙ্গে ‘খাদান’— তাঁর অভিনীত প্রায় প্রতিটি সিনেমাই বক্স অফিসে সাফল্য পেয়েছে। এই কারণেই টলিউডে কানাঘুষো শুরু হয়েছে, ইধিকাই নাকি বর্তমান সময়ের ‘লাকি চার্ম’।
‘খাদান’ ছবিতে দেব ও ইধিকার রসায়ন দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপর দেবের আরও একটি বড় বাজেটের ছবি, ‘রঘু ডাকাত’-এর টিজারেও ‘সৌদামিনী’ চরিত্রে নজর কেড়েছেন ইধিকা। এমনকি, মিঠুন-দেবের ব্লকবাস্টার সিনেমা ‘প্রজাপতি ২’-এর গুরুত্বপূর্ণ চরিত্রেও তাঁকেই চূড়ান্ত করা হয়েছে।
সব মিলিয়ে, ইধিকা পাল এখন টলিউডের অন্যতম ব্যস্ত এবং সফল নায়িকা। আর দেবের দেওয়া এই ‘বাংলার ক্রাশ’ তকমাটি যেন তাঁর সেই জনপ্রিয়তাকেই আরও একধাপ বাড়িয়ে দিল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0