মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

৭ বছর পর ‘লাক্স সুপারস্টার', বেগুনি শাড়িতে বিচারক জয়া আহসান

“লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে, আমি অসাধারণ নারীর তাদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বাংলাদেশের বিনোদন জগতে তারকা তৈরির অন্যতম সেরা প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ‘লাক্স সুপারস্টার’ দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে আবারও ফিরছে। আর এবারের আসরের সবচেয়ে বড় চমক হলো, বিচারকের আসনে প্রথমবারের মতো বসছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তাঁর সঙ্গে বিচারক হিসেবে আরও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা রায়হান রাফী।

নতুন এই দায়িত্ব নিয়ে জয়া আহসান অত্যন্ত উচ্ছ্বসিত। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) তিনি বেগুনি রঙের শাড়িতে তোলা একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তাঁর অনুভূতি প্রকাশ করেন।

ক্যাপশনে তিনি লেখেন, “লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে, আমি অসাধারণ নারীর তাদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি। আমার লক্ষ্য— নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেওয়া, নতুন প্রতিভাকে লালন করা এবং লাক্সের সুনাম আরও উজ্জ্বল হয়ে ওঠার নিশ্চিত করা। আসুন একসঙ্গে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অপ্রতিরোধ্য স্পৃহা উদযাপন করি।”

২০০৫ সালে যাত্রা শুরু করা ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতাটি বাংলাদেশের বিনোদন জগতে অসংখ্য তারকা উপহার দিয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও এই আয়োজন শুরু হওয়ায়, দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এবারের আসরেও অভিনয়, স্টাইলিং, কনটেন্ট মেকিংসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের শেখানোর জন্য অভিজ্ঞ শিল্পীরা থাকবেন।

জয়া আহসানের মতো একজন আন্তর্জাতিক মানের অভিনেত্রীর বিচারক হিসেবে অন্তর্ভুক্তি, এবারের আয়োজনকে এক নতুন মাত্রা দিয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0