স্পোর্টস ডেস্ক
ঢাকা: ভারতের সফর এক বছর পিছিয়ে যাওয়ায় লিটন কুমার দাস চেয়েছিলেন একটি সিরিজ খেলতে। টি২০ অধিনায়কের সে চাওয়া পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। ৩০ আগস্ট শুরু হবে এই টি-টোয়েন্টি সিরিজ। ১ ও ৩ সেপ্টেম্বর হবে পরের দুটি ম্যাচ।
এশিয়া কাপ শেষ হলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের হোম সিরিজ এটি। আবুধাবি বা শারজায় হতে পারে খেলা। ২০২৪ সালে স্লট না পাওয়া এফটিপির এ সিরিজ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলার আগে আফগানদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটি খেলার প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। এতে করে টি২০ বিশ্বকাপের দারুণ একটি প্রস্তুতি হয়ে যাবে। ওয়ানডে সিরিজ রাখা হলে র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ থাকবে। তবে ৫০ ওভারের সিরিজ খেলার সম্ভাবনা কম। কারণ অক্টোবরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ।
টি২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত থাকায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠেয় সিরিজে জয়-পরাজয়ে প্রভাব ফেলবে না। সে কারণে নিজেদের মধ্যে তিন বা পাঁচ ম্যাচের সিরিজ খেলতে পারে দুই দল। তবে ওয়ানডে সিরিজ হলে মন্দ হতো না বলে জানান একাধিক ক্রিকেটার। কারণ ৫০ ওভারের ক্রিকেটে দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিয়মিত ম্যাচ খেলার প্রয়োজনীয়তা দেখেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত নভেম্বরে শারজায়।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0