এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মে যিনি নিজেকে এক অপরিহার্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সেই শ্যামল মাওলার ব্যক্তিগত জীবনে এলো এক আনন্দের খবর। তিনি প্রথমবারের মতো বাবা হয়েছেন। আজ, রবিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তাঁর স্ত্রী, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদার এক কন্যাসন্তানের জন্ম দেন।
বাবা হওয়ার সুখবরটি শ্যামল মাওলা নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এই আনন্দের খবরটি সবার সঙ্গে ভাগ করে নেন। তিনি মেয়ের নাম রেখেছেন সানাভ মাওলা। এই খবর প্রকাশের পর থেকেই তাঁর সহকর্মী এবং ভক্ত-অনুরাগীরা তাঁকে ও তাঁর পরিবারকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন।
একসময় মঞ্চে কাজ করলেও, ২০০৬ সালে টিভি নাটকে অভিষেকের পর শ্যামল মাওলা ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। তবে তিনি সবচেয়ে বেশি আলোচিত এবং প্রশংসিত হন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’ সিরিজে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
ক্যারিয়ারের এমন এক দারুণ সময়ে বাবা হয়ে, শ্যামল মাওলার জীবনে যেন এক নতুন এবং সুখের অধ্যায় শুরু হলো।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর শ্যামল মাওলা ও মাহা শিকদার বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0