এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দেশের টেলিভিশন দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’ এবার একটি নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছে। বাংলায় ডাবিংকৃত এই ধারাবাহিকটি আজ, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে তার ১৫০তম পর্বে পদার্পণ করবে। চার ভাইবোনের সংগ্রাম এবং ভালোবাসার এই গল্পটি ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে।
সিরিজটির তুর্কি নাম ‘কারদেসলারিম’, যা আন্তর্জাতিকভাবে ‘মাই ফ্যামিলি’ নামে পরিচিত। এর গল্প গড়ে উঠেছে কাদির, ওমর, আসিয়ে ও এমেল নামের চার ভাইবোনকে কেন্দ্র করে। এক সুখী ও সাধারণ পরিবারে বেড়ে উঠলেও, হঠাৎ এক দুর্ঘটনায় তারা তাদের বাবা-মাকে হারায়। এরপর থেকেই শুরু হয় তাদের সংগ্রামমুখর জীবন।
সিরিজের মূল আকর্ষণ হলো, চরম প্রতিকূলতার মধ্যেও এই চার ভাইবোনের নিঃস্বার্থ ভালোবাসা এবং একে অপরের পাশে দাঁড়িয়ে থাকার মনোভাব। ধনী ও ক্ষমতাবান মানুষদের ষড়যন্ত্র এবং সমাজের নিষ্ঠুরতার বিরুদ্ধে তাদের এই টিকে থাকার লড়াই গল্পটিকে এক আবেগঘন মাত্রা দিয়েছে।
চ্যানেল কর্তৃপক্ষের মতে, বাংলায় ডাবিং হওয়ার কারণেই সিরিজটির প্রতি দর্শকদের মধ্যে এক বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ধনী-গরিবের বৈষম্য, ভাইবোনের নিখাদ ভালোবাসা এবং মানবিক আবেগের মতো বিষয়গুলো বাংলাদেশের দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করতে পেরেছে।
‘বড়ো ভাই’ ধারাবাহিকটি প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা এবং রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়। ১৫০তম পর্বের এই বিশেষ দিনে, গল্প কোন নতুন মোড় নেয়, তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0