এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ঈদ ছাড়া দেশের প্রেক্ষাগৃহগুলোতে নতুন সিনেমার খরা চলে— এই অভিযোগ দীর্ঘদিনের। তবে সেই খরা কাটিয়ে, দীর্ঘদিন পর সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে দুটি আলোচিত এবং নারীপ্রধান চলচ্চিত্র— ‘নন্দিনী’ এবং ‘বাড়ির নাম শাহানা’। দুটি ভিন্নধর্মী গল্পের এই সিনেমা দুটিকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
প্রায় ছয় বছর ধরে আটকে থাকার পর, অবশেষে আগামী ১২ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত সিনেমা ‘নন্দিনী’। পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প এক নারীর নিয়তির সঙ্গে লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিরা মৌ এবং তাঁর বিপরীতে এক অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে রয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এ ছাড়াও ছবিতে আছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইলোরা গহরের মতো শক্তিশালী শিল্পীরারা । গতকাল, ২৫ আগস্ট, ছবিটির ট্রেইলার প্রকাশের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
অন্যদিকে, ১৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। লিসা গাজী পরিচালিত এই চলচ্চিত্রটি বিবাহবিচ্ছেদের পর দীপা নামের এক নারীর স্বাধীনভাবে বাঁচার লড়াইয়ের গল্প বলে। দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই, এই সিনেমাটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম এবং মুম্বাইয়ের মতো বড় বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। দেশের পর, আগামী ১২ অক্টোবর ছবিটি অস্ট্রেলিয়াতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে, ঈদের বাইরে ভিন্নধারার এবং নারীপ্রধান এই দুটি সিনেমার মুক্তিকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা এক ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0