মঙ্গলবার (২৬ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন: ২০২৪ সমীক্ষা’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) গুলশানের এক হোটেলে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত কর ও ভ্যাট সংস্কারবিষয়ক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
জব্দ হওয়া ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭ হাজার ৭৪২ টাকা। ওষুধগুলো স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ডিএনসি সদরদফতরে মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ আইস, ইয়াবা, কুশ ও কোকেন উদ্ধারের ঘটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসা নিয়েছেন ২৯ হাজার ৫১৪ জন।
বেলা ১১টার দিকে সাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়। এ সময় দুই মাঝি—আব্দুল হাফেজ ও আমিনের নাম জানা গেলেও অন্য জেলেদের পরিচয় জানা যায়নি।
বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই জরিপটি প্রস্তুত করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশি তিন হাজার টাকা, ভারতীয় ৮ হাজার রুপি ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ আস্ট) কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীনের নেতৃত্বে ৫ সদস্যদের দলটি সাদাপাথর এলাকায় যান।
তিনি বলেন, শুভাঢ্যা খালটাকে আমরা আবারও ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করে সমৃদ্ধ করতে চাই, এটিই আজকের প্রত্যাশা। খালকে ফিরিয়ে আনা আমাদের জাতীয় স্বার্থে।
খাল দূষণ ও দখল প্রতিরোধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। খাল দখলকারী ও ভূমিদস্যুদের কোনো ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের জেরা হয়নি।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জরুরি উদ্ধার সরঞ্জামগুলো হস্তান্তর করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, সুজন নামে এক যুবকের সঙ্গে শ্যামলীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি হয়।