জেলা প্রতিনিধি
ফেনী: ফেনীতে ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার দেবপুর বিওপির সদস্যরা এ সব অবৈধ ওষুধ জব্দ করেন।
বিজিবি জানায়, জব্দ হওয়া ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭ হাজার ৭৪২ টাকা। ওষুধগুলো স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন কালের কণ্ঠকে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। এ ছাড়া মাদকবিরোধী অভিযান ও চোরাচালানের বিরুদ্ধেও বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0