বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতে প্রবেশকালে যশোরের শার্শা সীমান্তে ৭ বাংলাদেশি আটক

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশি তিন হাজার টাকা, ভারতীয় ৮ হাজার রুপি ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

যশোর: যশোরের শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৭ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে কায়বার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশি তিন হাজার টাকা, ভারতীয় ৮ হাজার রুপি ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ থেকে ভারতের অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল আটক ৭ জন বাংলাদেশি। এসময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন। আটকদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের প্রবণতা বেড়ে যাওয়ায় বিজিবি নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে নিয়মিতভাবে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0