বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৪৭০, মৃত্যু নেই

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসা নিয়েছেন ২৯ হাজার ৫১৪ জন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও গত ২৪ ঘণ্টায় এ রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নতুন করে ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসা নিয়েছেন ২৯ হাজার ৫১৪ জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, আগস্ট মাসে এ পর্যন্ত ৮ হাজার ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি আছেন ১ হাজার ৪১৬ জন রোগী। এর মধ্যে রাজধানী ঢাকায় ৪৭৮ জন এবং ঢাকার বাইরের বিভাগগুলোতে ৯৩৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0