জেলা প্রতিনিধি
গাজীপুর: গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ড্রাম ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ট্রাকটির চালক ও হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে। নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যখন গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকা অতিক্রম করছিল, তখন রেললাইনের উপর থাকা একটি মাটিবাহী ড্রাম ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়।
নিহতরা হলেন ট্রাকের চালক, মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭) এবং হেলপার ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫)।
স্টেশন মাস্টার আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0