মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

দুই বাংলার ‘লহু’, এক হচ্ছেন শুভ-সোহিনী

পরিচালনা সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন স্থগিত থাকার পর অবশেষে ফিরছে চরকির আলোচিত এই প্রজেক্টটি। এই ঘোষণায় দুই বাংলার দর্শকদের মধ্যেই স্বস্তি ফিরে এসেছে।

ছবি-বাংলাফ্লো

ঢাকা: “Brace for the impact …🔥🩸🩸🩸” (আঘাতের জন্য প্রস্তুত হোন)— সঙ্গে আগুন আর রক্তের ইমোজি। নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘লহু’ নিয়ে এমনই এক রহস্যময় ও দাপুটে পোস্ট করে উত্তেজনার পারদ চড়িয়ে দিলেন দেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তাঁর এই পোস্টই জানান দিচ্ছে, পরিচালনা সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন স্থগিত থাকার পর অবশেষে ফিরছে চরকির আলোচিত এই প্রজেক্টটি। এই ঘোষণায় দুই বাংলার দর্শকদের মধ্যেই স্বস্তি ফিরে এসেছে।

যে কারণে আটকে ছিল ‘লহু’: বাংলাদেশের আরিফিন শুভ এবং পশ্চিমবঙ্গের সোহিনী সরকারকে নিয়ে এই ওয়েব সিরিজটির ঘোষণা এসেছিল ২০২৩ সালের শেষ দিকে। দুই বাংলার জনপ্রিয় তারকাদের নিয়ে এই যৌথ উদ্যোগটি শুরুতেই ব্যাপক আগ্রহ তৈরি করে। কিন্তু শুটিং শুরু হওয়ার কিছুদিন পরই কাজটি স্থগিত করা হয়। জানা যায়, সিরিজের পরিচালক রাহুল মুখোপাধ্যায় টালিউডের ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার নিয়ম না মেনে শ্যুটিং করায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। এই ঘটনাটি টালিউডে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে এবং সিরিজটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

অবশেষে জটিলতার অবসান: তবে সম্প্রতি সব বিতর্কের অবসান ঘটেছে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সফল মধ্যস্থতায় পরিচালক রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পরিচালক নিজে এবং চরকির ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় দুজনেই নিশ্চিত করেছেন যে, তাঁরা পুনরায় ‘লহু’-এর শুটিং শুরু করতে চলেছেন। আর এই খবরের পরপরই আরিফিন শুভর ইঙ্গিতপূর্ণ পোস্টটি ভক্তদের কাছে আনুষ্ঠানিক ঘোষণার মতোই কাজ করেছে।

নতুন করে প্রত্যাশা: আরিফিন শুভর পোস্টে ব্যবহৃত ক্যাপশন এবং ইমোজিগুলো ইঙ্গিত দিচ্ছে যে, ‘লহু’ (যার অর্থ রক্ত) একটি হাই-ভোল্টেজ অ্যাকশন বা থ্রিলার ঘরানার সিরিজ হতে চলেছে। পোস্টে তিনি অভিনেত্রী সোহিনী সরকার, পরিচালক রাহুল মুখোপাধ্যায় এবং চরকিকে ট্যাগ করায় এটা স্পষ্ট যে, পুরো টিম আবারও একসঙ্গে কাজে নামতে প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরেই চরকি-তে মুক্তি পাবে দুই বাংলার বহু প্রতীক্ষিত এই ওয়েব সিরিজটি।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0