শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

টানা ৯ দিন ঈদের ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস, ব্যাংক, আদালত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিনের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) থেকে খুলেছে সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিতসহ সকল কার্যালয়। এর আগে গত ২৭ মার্চ ছিল কর্মজীবীদের শেষ কর্মদিবস। এরপর থেকে শুরু হয় টানা ৯ দিনের ছুটি।

খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্বশাসিত অফিস। ছবি: সংগৃহীত

বাংলা ফ্লো প্রতিবেদক

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে সবাই আবার ফিরছে ব্যস্ত কর্মজীবনে।

রোববার (৬ এপ্রিল) থেকে খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। এর পাশাপাশি ব্যাংক বিমা,  আদালত পাড়ায়ও শুরু হয়ে গেছে কর্মব্যস্ততা।

এ দিন সকালে সরেজমিনে বিভিন্ন অফিসে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি। ঈদের পরে অফিস সহকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি অনেককেই দেখা গেছে ফুরফুরে মেজাজে।

সরকারি প্রতিষ্ঠানগুলো ঈদের ছুটি শেষে আজ থেকে ফিরে পাবে কর্মচঞ্চল চিরচেনা পরিবেশ। সরকারি অফিস-আদালতে নিয়মিত কার্যক্রম হিসেবে সকাল ৯টায় শুরু হবে যা শেষ হবে বিকাল ৫টা পর্যন্ত।

ঈদের ছুটি শেষে ইতোমধ্যেই অনেক বেসরকারি অফিসে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। আর আজ থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুরু হয়ে যাওয়ার কারণে রাজধানী ঢাকা চিরচেনা রূপে ফিরে আসছে।

কারণ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যেই ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরেছে কর্মজীবী মানুষ।

এর আগে, গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে গত ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এজন্য টানা ৯ দিনের ছুটি মেলে। চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

ঈদের আগে গত ২৮ মার্চ থেকে টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটিকে কেন্দ্র করে এবার ঈদের ছুটি শুরু করেন অনেকে। কারণ ২৭ মার্চ এক দিনের জন্য অফিস খোলা থাকলেও তা কর্মচারীদের কাছে তেমন প্রভাব ফেলতে পারেনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। অপরদিকে, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা এবার টানা ৯ দিন ছুটি ভোগ করছেন। কারণ, ৩ এপ্রিলের পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক বন্ধ।

সরকারি কর্মজীবীরা এবারের ঈদে সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে পাওয়া অতিরিক্ত ছুটি মিলিয়ে টানা ৯ দিনের অবকাশ উপভোগ করেছেন।

প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরার এই যাত্রা ছিল অনেকটাই নিবিঘ্ন। সেই হিসাবে শনিবার (৫ এপ্রিল) সেই ছুটির আনুষ্ঠানিক ইতি ঘটেছে।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0