জেলা প্রতিনিধি
বরগুনা: বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি সিএনজিচালিত অটোরিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একটি অটোরিকশার যাত্রীরা বিয়ের জন্য কনে দেখতে যাচ্ছিলেন, ফলে তাঁদের আনন্দযাত্রা এক মুহূর্তে বিষাদে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস মানিকঝুড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সামনে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়, এতে অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী শামীম, আবু সালেহ, জেসমিন, ফেরদাউসসহ মোট ১০ জন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, “বাসটি জব্দ করা হয়েছে, তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের এই অংশটি বেশ সরু হওয়ায়, প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0