বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: টানা ২১ মাসের বকেয়া বেতন পরিশোধ এবং বর্তমান সভাপতির পদত্যাগসহ সাত দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) কর্মকর্তা-কর্মচারীরা। আজ, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর বিজয়নগরে এফপিএবির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।
আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য আতিকুর রহমান বলেন, “আমাদের বেতন অপারেশনাল প্ল্যান (ওপি)-এর মাধ্যমে হতো। ওপি বন্ধ হয়ে যাওয়ায় গত ২২ মাস ধরে আমাদের ১২০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন হয় না। আমরা চাই বেতন প্রদানের পাশাপাশি বৈষম্যকারী সব কর্তাদের অপসারণ করা হোক।” তিনি সভাপতির পদত্যাগও দাবি করেন।
আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা বিভিন্ন অজুহাতে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ নিয়ন্ত্রণ করছেন এবং গোপনে নিজেদের পরিচিত লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন, যা প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের পরিপন্থী।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হলো:
১. ২১ মাসের বকেয়া বেতন ভাতা সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
২. বেতন ভাতা নিয়মিত প্রদান করতে হবে।
৩. সাবেক সব কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য দেনা-পাওনা পরিশোধ করতে হবে।
৪. দাতা সংস্থা আইপিপিএফ (IPPF)-এর পূর্ণ সদস্যপদ ফিরিয়ে আনার জন্য সব কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
৫. স্বৈরাচারী সভাপতি ও তার দোসর কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা।
৬. অবৈধভাবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের হয়রানীমূলক বদলি প্রত্যাহারসহ তা বন্ধ করা।
৭. এফপিএবির কর্মকর্তা-কর্মচারীদের পরিষদ গঠনের অনুমোদন প্রদান করা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0