জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কনটেইনারের সিল ভেঙে মালামাল চুরির সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার ১৩ নম্বর শেড থেকে সাইফুল ইসলাম রুবেল (৩৪) নামের ওই ব্যক্তিকে তাঁর ট্রাকসহ গ্রেপ্তার করে বন্দরের নিরাপত্তা বিভাগের সদস্যরা।
বন্দর কর্মকর্তারা জানান, সাইফুল ইসলাম রুবেল, যিনি জব্দ করা ট্রাকটির মালিক, তিনি একটি বেসরকারি শিল্পকারখানার জন্য আমদানি করা স্টিলের পাত (শিট কয়েল) পরিবহনের জন্য বৈধভাবেই বন্দরের ভেতরে প্রবেশ করেছিলেন।
কিন্তু পরবর্তীতে, তিনি এবং তাঁর সহযোগীরা বন্দরের ১৩ নম্বর শেডে রাখা অন্য একটি কনটেইনারের সিল ভেঙে ভেতরের মালামাল বের করার চেষ্টা করেন। তাঁদের এই কর্মকাণ্ড বন্দরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে, নিরাপত্তা বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে হাতেনাতে গ্রেপ্তার করে। তবে তাঁর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, “আসামিকে গ্রেপ্তারের পর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বন্দর থানা পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর, আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম রুবেলকে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনা বন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও একবার আলোচনায় নিয়ে এসেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0