শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নেত্রকোণাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আরেকটি বাস ওই এক লেনে পাশ কাটতে গিয়ে সজোরে সংঘর্ষে লিপ্ত হয়।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডুবা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাস্থলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে নির্মাণকাজ চলার কারণে, এক লেন দিয়েই দুই দিকের যানবাহন চলাচল করছিল।

সকাল সাড়ে ৭টার দিকে, নেত্রকোণাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আরেকটি বাস ওই এক লেনে পাশ কাটতে গিয়ে সজোরে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশের ইনচার্জ আরও জানান, দুর্ঘটনার পর সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছেং

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0