শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

শাহবাগে ফুলের মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে খবর আসে শাহবাগে ফুলের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শাহবাগে ফুলের দোকানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। ছবি: সংগৃহীত

বাংলা ফ্লো প্রতিবেদক

ঢাকা: শাহবাগে অবস্থিত ফুলের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, শনিবার রাত ৯টা ৫১ মিনিটে শাহবাগ ফুলের দোকানের আগুন লাগার খবর পাওয়া যায়। পরে তাৎক্ষণিক তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যোগ দেয়। আরও একটি ইউনিট রাস্তায় আছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0