শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেফতার

সাবেক এমপি কাজী কেরামত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

কাজী কেরামত আলী। ফাইল ছবি

বাংলা ফ্লো প্রতিবেদক

ঢাকা: রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

তাঁকে গ্রেফতারের বিষয়টি ডিবি পুলিশ নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তিনি গ্রেফতার হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক এমপি কাজী কেরামত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

উল্লেখ্য, ছয় বারের এমপি কাজী কেরামত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পঞ্চমবারের মত সংসদ সদস্য হয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0