শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ আতঙ্ক, ব্যাংকের ভেতরেই ছিনতাই

ক্যাশ কাউন্টারের সামনে যখন তিনি টাকা গুনছিলেন, তখন গ্রাহক সেজে ৪-৫ জনের একটি প্রতারক চক্র তাঁকে ঘিরে ধরে।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভেতরেই এক নারী গ্রাহকের কাছ থেকে অভিনব কায়দায় ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে এক প্রতারক চক্র। তারা ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) নামক এক ধরনের স্প্রে ব্যবহার করে ওই নারীকে বশ করে ফেলে এবং তাঁর টাকা হাতিয়ে নেয়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে, বুড়িচং সদরের সোনালী ব্যাংকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সামছুন্নাহার বেগম নামে ওই নারী, প্রবাসীদের পাঠানো ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য ব্যাংক থেকে ১ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্যাশ কাউন্টারের সামনে যখন তিনি টাকা গুনছিলেন, তখন গ্রাহক সেজে ৪-৫ জনের একটি প্রতারক চক্র তাঁকে ঘিরে ধরে। এক পর্যায়ে, চক্রের সদস্যরা তাঁর মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ ছিটিয়ে দেয়। এরপরই ওই নারী সম্মোহিতের মতো হয়ে যান এবং স্বেচ্ছায় তাঁর টাকার পুরো বান্ডিলটি প্রতারকদের হাতে তুলে দেন। টাকাগুলো নিয়ে চক্রটি নির্বিঘ্নে ব্যাংক থেকে বেরিয়ে যায়।

বুড়িচং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জহুর আহমেদ বলেন, “কিছু দিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে পুরুষ গ্রাহকের সাথে এমন ঘটনা ঘটেছে। এই প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।”

এই ঘটনায় গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “অভিযোগ পেয়ে ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0