শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

আহত জেলের নাম মো. ফিরোজ (৩০) টেকনাফের হোয়াইক্যং আমতলী এলাকার মো. আলী আহমদের ছেলে।

মো. ফিরোজ (৩০)

জেলা প্রতিনিধি

কক্সবাজার: মিয়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ এলাকায় মাছ শিকারে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। আহত জেলের নাম মো. ফিরোজ (৩০)। তিনি টেকনাফের হোয়াইক্যং আমতলী এলাকার মো. আলী আহমদের ছেলে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা বলেন, রোববার দুপুরের দিকে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং বিওপির আওতাধীন নাফনদীর দেশীয় উপকূল থেকে দক্ষিণ-পূর্ব দিকে জলসীমা শূন্য লাইন থেকে মিয়ানমার জলসীমায় আনুমানিক ১০০ গজ অভ্যন্তরে পা বিচ্ছিন্ন হওয়া এই জেলে মাছ শিকারে গেলে সেই জায়গায় পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণ হয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় জনতার সহায়তায় আহত জেলেকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0