শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

লাইফ সাপোর্টে শিশুটির কৃত্রিম যন্ত্রে শ্বাস-প্রশ্বাস

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চার দিন পরও তার জ্ঞান ফেরেনি। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে রয়েছে এবং কৃত্রিম যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে। শনিবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর- ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চার দিন পরও তার জ্ঞান ফেরেনি। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে রয়েছে এবং কৃত্রিম যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে। শনিবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

ধর্ষণের ঘটনার তিন দিন পর শিশুটির মা মাগুরা সদর থানায় মামলা করেছেন। এ মামলায় চারজনকে আসামি করা হয়েছে, যাদের সবাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—শিশুটির ভগ্নিপতি সজিব শেখ, সজিবের ভাই রাতুল শেখ, বাবা হিটু শেখ ও মা জাবেদা বেগম। মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটিকে ধর্ষণ করেছে তার বোনের শ্বশুর হিটু শেখ।

গত বুধবার রাতে মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।