এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন। তবে সিনেমায় অভিনয়ের মাধ্যমে যতটা না, তার চেয়ে বেশি সংবাদের শিরোনাম হন তিনি ব্যক্তিজীবনের নানা কাণ্ড-কাহিনি দিয়ে। সম্প্রতি তিনি আবারও সামাজিক মাধ্যমে মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করেছেন, যা নতুন করে উস্কে দিয়েছে পুরোনো বিতর্ক এবং জন্ম দিয়েছে নানা প্রশ্নের।
আলোচনায় থাকার ‘নস্টালজিয়া কৌশল’: শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি প্রকাশ এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার তিনি একই কাজ করেছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন, আলোচনায় থাকার জন্যই মিষ্টি জান্নাত বারবার এই ‘নস্টালজিয়া কৌশল’ বেছে নিচ্ছেন। কারণ শুধু শাকিব খানই নন, এর আগে অভিনেতা বাপ্পী চৌধুরী এবং ওপার বাংলার এক নায়কের সঙ্গে তোলা পুরোনো ছবি প্রকাশ করেও তিনি আলোচনায় এসেছিলেন।
এর সবচেয়ে বড় উদাহরণ ছিল মাস কয়েক আগের একটি ঘটনা। শাকিবের সঙ্গে বিমান থেকে তোলা বেশ কয়েকটি সেলফি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। ছবিগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা তাদের মধ্যে প্রেমের সম্পর্কের ইঙ্গিত খুঁজতে থাকেন। এমনকি তাঁকে অপু বিশ্বাস ও বুবলীর ‘সতীন’ তকমাও দেওয়া হয়। কিন্তু পরে জানা যায়, মিষ্টি জান্নাত নিজেই শাকিবকে ফ্লাইটে পেয়ে সেলফি তুলেছিলেন এবং সেগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করে ভক্তদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছিলেন।
তৃতীয় বিয়ের গুঞ্জন এবং রহস্যময় উত্তর: বারবার শাকিবের সঙ্গে ছবি প্রকাশের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেই প্রশ্নও উঠছে। গত বছর যখন শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন ওঠে, তখন শোনা গিয়েছিল, পাত্রী হিসেবে শাকিবের পরিবার একজন ডাক্তারকে বেছে নিয়েছে। এই খবরের পর থেকেই জল্পনার কেন্দ্রে চলে আসেন মিষ্টি জান্নাত। কারণ, অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক। সেই সময় এই গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে, মিষ্টি বিষয়টি উড়িয়ে না দিয়ে রহস্য জিইয়ে রেখে বলেছিলেন, “হলেও হতে পারে, দেখা যাক।” তাঁর এই মন্তব্য গুঞ্জনের আগুনে আরও ঘি ঢেলেছিল।
ভক্তদের প্রতিক্রিয়া: মিষ্টি জান্নাতের এমন কর্মকাণ্ডে শাকিব খানের ভক্তরা সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। তাঁদের মতে, মিষ্টি জান্নাত উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার শাকিব খানের নাম ব্যবহার করে আলোচনায় থাকার চেষ্টা করছেন। অন্যদিকে, মিষ্টি জান্নাতের নিজের ভক্তদের মধ্যেও কিছুটা সংশয় তৈরি হয়েছে। তাঁদের একাংশ সহশিল্পীর সঙ্গে ছবি শেয়ার করাটাকে স্বাভাবিকভাবে দেখলেও, মাত্র কয়েক মাসের ব্যবধানে বারবার একই ব্যক্তির সঙ্গে ছবি প্রকাশ করাকে অনেকেই উদ্দেশ্যমূলক বলে মনে করছেন।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আসা মিষ্টি জান্নাত চলচ্চিত্রে নিয়মিত কাজ করার পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত। তবে তাঁর পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের এসব কর্মকাণ্ডই তাঁকে বেশি আলোচনায় রাখছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0