বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।
এটিই চলতি বছরের খুলনায় প্রথম করোনায় মৃত্যু।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, রবিবার (২০ জুলাই) বিকালে দীপ করোনা নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়। এদিন দিনগত রাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার (দীপ) অবস্থার অবনতি হলে রবিবার বিকালে খুমেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে রাতে তার মৃত্যু হয়।’
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0