শনিবার, ২৩ আগস্ট ২০২৫

ছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে বহিষ্কার সাবেক সমন্বয়ক

সাবেক এই সমন্বয়কের বিরুদ্ধে স্কলারশিপের প্রলোভন দেখিয়ে নারী শিক্ষার্থীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রহমত আলীকে বহিষ্কার করেছে জার্মানভিত্তিক সংস্থা। সাবেক এই সমন্বয়কের বিরুদ্ধে স্কলারশিপের প্রলোভন দেখিয়ে নারী শিক্ষার্থীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী শুক্রবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে নারীঘটিত একটি অভিযোগ ওঠে। তখন সংস্থাটি কোর্স ইন্সট্রাক্টর পদ থেকে তাকে বহিষ্কার করে। তারা মিটিং করেই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তার নিয়োগ, বেতন সবকিছুই সংস্থাটি বহন করে। এখন তারা অন্য ইন্সট্রাক্টর নেবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহমত আলীর একাধিক স্ক্রিনশটে দেখা গেছে, তিনি নারী শিক্ষার্থীদের উদ্দেশে অনুপযুক্ত মেসেজ পাঠিয়েছেন। এ ছাড়া শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কোর্স ইন্সট্রাক্টর হওয়ার পরও তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতেন না এবং রাজনীতিতে বেশি সক্রিয় ছিলেন।

এক শিক্ষার্থী বলেন, ‘তিনি নিয়মিত ক্লাসে আসতেন না। যখন মন চাইতো আসতো।’

রহমত আলী ফোনে যোগাযোগে আসেননি। তবে তিনি ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, এসব অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে তৈরি করা হয়েছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0