শনিবার, ২৩ আগস্ট ২০২৫

মহাখালী ফিলিং স্টেশনে দগ্ধ নিরাপত্তাকর্মীর মৃত্যু

তিনি দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনে দায়িত্ব পালন করছিলেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ হওয়া নিরাপত্তাকর্মী মীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (২৩ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার।

তিনি জানান, মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে বিকালে তিনি মারা যান।

এর আগে গত রোববার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ইউরেকা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি প্রায় ২০ বছর ধরে পাম্পটিতে নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা একটি তেলের ট্যাংকারে আগুন লাগে। ফায়ার সার্ভিস সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0