জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম: কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, জনগণের মতামতের ভিত্তিতেই একটি নতুন রাষ্ট্র গঠন করতে হবে, যে রাষ্ট্র হবে জনগণের রাষ্ট্র এবং সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রামকে জাগ্রত করবে। তিনি বলেন, জনগণই ঠিক করবে রাষ্ট্র কেমন হবে।
বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। বেগম খালেদা জিয়ার আপস-সংগ্রাম ছাড়া এই গণ-অভ্যুত্থান হতো না বলে ফরহাদ মজহার মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উলিপুর জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ফরহাদ মজহার বলেন, সকলে মিলে আলোচনা করে গ্রহণযোগ্য একটি সংবিধান তৈরি করে নতুন রাষ্ট্র গঠন করতে হবে। আগে গঠনতন্ত্র পরে নির্বাচন। শাসনতন্ত্রের জন্য সংবিধানের প্রয়োজন। গঠনতন্ত্র ছাড়া সরকার গঠন করা সম্ভব নয়। সকলে মিলে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। খসড়া গঠনতন্ত্র তৈরি করে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের নিকট তা গ্রহণযোগ্য হলে সেই মোতাবেক নির্বাচন দিয়ে সরকার গঠন করতে হবে। যে নির্বাচনের সকল দলের অংশগ্রহণ থাকবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। অনেক বিএনপি নেতাকর্মী মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছিলেন, যা এখন নিষ্পত্তি হচ্ছে। জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তা পারেনি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক শাহরিন আরাফাত, অধ্যাপক আব্দুল বারি, প্রভাষক সাখওয়াত হোসেন, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ ও জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0