বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো অসুবিধা নেই। তিনি বলেন, ‘সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণে তৎপর রয়েছে।’
(শনিবার, ২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানান।
উপদেষ্টা আরও বলেন, ‘জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, সরকার শক্ত হাতে তাদের প্রতিহত করবে।’
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, ‘নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরালোভাবে চলবে।’ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র আমরা উদ্ধার করে ফেলবো। এছাড়াও আমাদের জনগণ অনেক সচেতন এবং সীমান্তও সুরক্ষিত রয়েছে বলে মন্তব্য করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0