বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ করে একটি গার্মেন্টস কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড়ে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা শনিবার (২৩ আগস্ট) সকাল থেকেই রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানিয়েছেন, ‘পশ’ নামে একটি গার্মেন্টস কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই গত পরশু (বৃহস্পতিবার) বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেছেন।
ওসি আরও জানান, শ্রমিকদের দাবি—কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে, অথবা বন্ধ করা গার্মেন্টস পুনরায় খুলে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘তেজগাঁও-এর নাবিস্কো পয়েন্টে গার্মেন্টসের কর্মীরা রাস্তার উভয়পাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী-তেজগাঁও রুটে ইনকামিং ও আউটগোয়িং উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থানার পুলিশ নিয়োজিত রয়েছেন।’
পুলিশ বিকল্প রুট হিসেবে নিম্নোক্ত ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে:
১. উত্তরার দিক থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান ২-গুলশান-১-পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন; এছাড়া আমতলী পার হয়ে জাহাঙ্গীর গেটমুখি রাস্তা ব্যবহার করে তেজগাঁও যাওয়া যাবে।
২. আমতলী হয়ে-গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে।
৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবে।
৪. মহাখালী থেকে বনানী/গুলশান-উত্তরাগামী রুটে আউটগোয়িং যানচলাচল করা যাচ্ছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0