বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের মাধনগরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খবর পেয়ে সান্তাহার জিআরপি (রেলওয়ে পুলিশ) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

নাটোর: নাটোরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের উত্তরের রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনিরুল ইসলাম উপজেলার ভট্টপাড়া পূর্বপাড়ার আবু বকর সিদ্দিক প্রামানিকের ছেলে এবং তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সান্তাহার জিআরপি (রেলওয়ে পুলিশ) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0