জেলা প্রতিনিধি
জামালপুর: নাশকতা মামলায় জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালাকে (৩৫) আদালত কারাগারে পাঠিয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মালিহা আক্তার মালা মেলান্দহ পৌরসভার নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে। তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত বলে জানা গেছে। গতকাল বুধবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মালিহা আক্তার মালা একাধিক মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0