বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ করেননি বলে মন্তব্য করেছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
তিনি বলেন, রাজসাক্ষী হিসেবে ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দেওয়া জবানবন্দির দিন ধার্য ছিল। ইতিমধ্যেই আমি তাকে জেরা করেছি। জেরার একপর্যায়ে তিনি ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চাইলেই সবকিছুর ক্ষমা হয় না। অনেক কিছুর ক্ষমা হয়, কিন্তু হত্যা মামলার কোনো ক্ষমা নেই।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মামুনকে জেরার প্রথমার্ধ শেষে আমির হোসেন বলেন, সাবেক আইজিপি যদি হত্যা করেই থাকেন অথবা স্বীকার করেন, তাহলে তারও বিচার হওয়া উচিত। বর্তমানে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন চৌধুরী মামুন। তবে জেরার মাধ্যমে আমি প্রমাণ করতে চাই তিনি নির্দোষ নন। এছাড়া, তিনি যাদের অপরাধী ভাবছেন, আমি মনে করি তারা কোনো অপরাধ করেননি।
এক প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, আমার মক্কেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ বা হত্যার সঙ্গে জড়িত নন। তারা কোনো নির্দেশও দেননি।
এদিন বেলা সাড়ে ১১টার পর থেকে মামুনের জেরা শুরু হয়। দুপুর সোয়া ১টার পর কিছুক্ষণ বিরতি দিয়ে আড়াইটা থেকে আবারও জেরা সম্পন্ন করেন আমির হোসেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0