বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

স্ত্রীসহ ঘুরতে গিয়ে রায়েরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাত যুবক খুন

শনিবার (২৬ জুলাই) দুপুরে কবরস্থান গেটের সামনে এ ঘটনা ঘটে।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে কবরস্থান গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী জানান, তারা ভোলার পখিয়া গৌরনদী এলাকার বাসিন্দা। সুমন ও তার স্ত্রী ঘুরতে গিয়েছিলেন রায়েরবাজার এলাকায়। সেখানে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী তাদের ঘিরে ধরে সুমনের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় তাদের বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা সুমনকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এরপর অবস্থার অবনতি হলে দুপুর ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ফজলে রাব্বি সুমনের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0