জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদরের জাফরপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আব্দুর রহিম (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাফরপুর গ্রামের মামুন ফিলিং স্টেশনের সামনে এবং অভিযুক্তের গুদামঘরে এই অভিযান চালানো হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের একটি বিশেষ অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত আব্দুর রহিমের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আব্দুর রহিম চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের নসকর আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই ঘটনায় পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে আটক আব্দুর রহিমের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
চুয়াডাঙ্গায় মাদক নিয়ন্ত্রণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0