জেলা প্রতিনিধি
নড়াইল: নড়াইল সদর উপজেলায় ধান চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায়, একদল চোর গৃহকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বগুড়া গ্রামে। আহত আশরাফ মোল্যাকে (৫৫) নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন কৃষক আশরাফ মোল্যা ও তাঁর পরিবারের সদস্যরা। রাত আনুমানিক ১টার দিকে, কয়েকজন চোর তাঁদের বাড়ির বেড়া কেটে বারান্দার একটি কক্ষে প্রবেশ করে, যেখানে ধান রাখা ছিল।
চোরেরা ধান চুরি করার সময় হঠাৎই আশরাফ মোল্যার ঘুম ভেঙে যায়। তিনি লাইট হাতে বারান্দার দিকে গেলে, চোরদের মধ্যে একজনকে চিনে ফেলেন। তখনই বিপত্তি বাঁধে। ধরা পড়ে যাওয়ার ভয়ে, চোরেরা হত্যার উদ্দেশ্যে আশরাফের মাথায় এবং বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ সময় আশরাফের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এবং প্রতিবেশীরা ছুটে এলে, চোরেরা দৌড়ে পালিয়ে যায়।
আশরাফের ছেলে লিপটন মোল্যা বলেন, “এর আগেও একবার আমাদের এখান থেকে ধান চুরি হয়েছিল। কিন্তু চোরকে ধরা যায়নি। গতকাল আবার চুরি করতে এলে একজন চোরকে আমার বাবা চিনে ফেলে। এ কারণে আমার বাবাকে হত্যার চেষ্টা করে তারা।” তিনি আরও জানান, বিষয়টি তাঁরা পুলিশকে জানিয়েছেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0