Logo

ব্যাডমিন্টন খেলতে খেলতেই মারা গেলেন যুবক

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদের নাগোল স্টেডিয়ামে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ব্যাডমিন্টন খেলছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাডমিন্টন কোর্টেই লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী যুবক গুন্ডলা রাকেশ। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদের নাগোল স্টেডিয়ামে।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে সবাই হতবাক ও মর্মাহত।

জানা গেছে, গুন্ডলা রাকেশ হায়দ্রাবাদে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাডমিন্টনের একটি ডবলস ম্যাচ খেলছেন গুন্ডলা। তার চোখে-মুখে হাসি, উৎফুল্ল মন। শরীরে নেই কোনো অস্বস্তির ছাপ। মাটিতে পড়ে থাকা শাটল নিচু হয়ে কুড়াতে গিয়েই হঠাৎ লুটিয়ে পড়লেন তিনি। দ্রুত সেখানে ছুটে আসেন উপস্থিতি অন্যরা। অনেক ডাকাডাকি হলেও কোনো উত্তর দিচ্ছিলেন না গুন্ডলা। তাকে সিপিআরও দেওয়া হয়। তাতেও তার জ্ঞান ফেরেনি। এরপর তড়িঘড়ি করে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0