শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’— শিবিরের স্লোগান

স্লোগানে শোনা যায়— ‘তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ এবং ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’ প্রভৃতি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ঘোষিত ফলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম।

ফলাফলের এই অগ্রগতি ঘিরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার পর থেকেই শাহবাগ এলাকায় উচ্ছ্বাস প্রকাশ শুরু করে শিবির সমর্থকরা। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখেন শাহবাগ মোড়। স্লোগানে শোনা যায়— ‘তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ এবং ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’ প্রভৃতি।

এ সময় জামায়াতে ইসলামীর অনেক কর্মীকেও শাহবাগ এলাকায় উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। ঢাকা মহানগর দক্ষিণ শিবিরের কর্মী আব্দুল্লাহ আল হাদী গণমাধ্যমকে বলেন, “আমরা দুপুর থেকেই শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছি। আশা করশি শীর্ষ ৩ পদে শিবিরের ৩ জনই থাকবেন। আমরা অপেক্ষা করছি। শিবিরের এই বিজয় জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0