স্পোর্টস ডেস্ক
ঢাকা: বয়স সতেরো পেরোনোর আগেই ফুটবল দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন লামিনে ইয়ামাল। জিতেছেন ইউরো শিরোপা। তার পায়ের জাদুতে বুঁদ হয়ে থাকে ফুবলবিশ্ব। সেই ইয়ামাল আগামীকাল রবিবার ১৮তম জন্মদিন পালন করতে যাচ্ছেন। সেই জন্মদিন উদযাপনে চলছে বিপুল আয়োজন। ইয়ামাল নিজেও নাকি এই জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চান। কিন্তু এতটা বাড়াবাড়ি পছন্দ করছেন না তার মা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ইয়ামালের জন্মদিনে ইনফ্লুয়েন্সার, ইয়ামালের জন্মদিন ইবিজার পরিবর্তে বার্সেলোনায় বা কোনো সমুদ্রতীরে অনুষ্ঠিত হতে পারে। এতে স্ট্রিমার, সংগীতশিল্পী এবং ইয়ামালের সতীর্থরা উপস্থিত থাকবেন। উল্লেখযোগ্য তারকাদের মধ্যে বিজার্যাপ, ডুকি, ওজুনা এবং ব্যাড জ্যালের কথা শোনা যাচ্ছে। অবশ্য জন্মদিনের বিস্তারিত আয়োজন নাকি যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা কারছেন ইয়ামাল এবং আয়োজকের।
‘মার্কা’ আরও দাবি করেছে, ছেলের জন্মদিন উদ্যাপন ঘিরে এত হইচই দেখে খুশি নন ইয়ামালের মা। এতে অবশ্য উদযাপনে ভাটা পড়ছে না। অনুষ্ঠানস্থলে মুঠোফোন নিয়ে প্রবেশও নিষিদ্ধ করা হতে পারে। এমনকী অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ছবি তোলার অনুমতি না দেওয়ার সম্ভাবনা আছে! এই পার্টির সাথেই শেষ হবে ইয়ামালের ছুটি। আগামী ১৪ জুলাই তিনি বার্সেলোনার অনুশীলনে যোগ দেবেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0