বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বিসিবির নির্বাচনে লড়বেন নান্নু

জানিয়েছেন সাবেক অধিনায়কের কোটায় নির্বাচন করবেন তিনি। মূলত বিসিবি নির্বাচনে 'সি' ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডে যেতে পারেন। সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন নান্নু।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: গেল সোমবার বিসিবির বোর্ড অনুষ্ঠিত হয়েছিল। সভা শেষে বিসিবির নির্বাচন নিয়ে ঘোষণা এসেছে। আসন্ন নির্বাচনে অংশ নেবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার জানা গেল বিসিবির পরিচালক পদে লড়াই করবেন বাংলাদেশ দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু

জানিয়েছেন সাবেক অধিনায়কের কোটায় নির্বাচন করবেন তিনি। মূলত বিসিবি নির্বাচনে 'সি' ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডে যেতে পারেন। সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন নান্নু।

আজ (বুধবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেছেন, 'এটা চিন্তাভাবনা তো আগে থেকেই করে রেখেছিলাম। তো আমাদের এখন কিছু জিনিস আছে যে, সাবেক অধিনায়কদের একটা বার আছে, ক্যাটাগরি সি। তো এই এই জায়গাটা এখনো জানি না কতটুকু কি হবে। তারপরও চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব।'

নান্নু আরও বলেছেন, 'আমি অনেকদিন ধরে বিসিবির সাথে সম্পৃক্ত আছি এবং এখানে কি কাজ করতে হবে, কোন কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে, এটা সবই জানা আছে আমার। তো এখানে সুযোগটা আসলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে। সেভাবে চিন্তাভাবনা করে এগোচ্ছি।'

সাধারণত তিনটি ক্যাটাগরিতে বিসিবির ২৩টি পরিচালক পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক আসবেন বিসিবির বোর্ডে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0